এখনো কি কারো বুঝতে বাকি আছে কিছু ? নিচের স্ক্রীনশট গুলা দেখুন ভয়েস অব রাইটস নামক জামাত-শিবির দ্বারা পরিচালিত গ্রুপের অন্যতম সদস্য দের আসল চরিত্র গুলো ঠিকই খুঁজে বের করতে পারবেন।
আমি জাস্ট একটি দুইটি কমেন্টস করে জানতে চেয়েছিলাম তাদের বিষয়ে কিন্তু আমাকে কিভাবে আক্রমণ করেছে তারা দেখুন। এরা রাস্তার নেড়ি কুকুরের চেয়েও খারাপ। তাদের মুখের ভাষা, তাদের অ্যাটিটিউড। একজন নারীকে কিভাবে সম্মান করতে হয় তার বিন্দুমাত্র জ্ঞান এই ভয়েস অব রাইটস নামক জামাত-শিবির দ্বারা পরিচালিত গ্রুপের সদস্য বলেন আর এডমিন প্যানেলের যে অশিক্ষিত জামাত-শিবিরের দালালগুলো রয়েছে তাদের কথাই বলেন তাদের কেউই জানেনা।
এদের মূল উদ্দেশ্য এই গ্রুপ থেকে তারা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে। এই গ্রুপের এডমিন এবং অশিক্ষিত কিছু পুলিশ সদস্য মিলে সাধারণ জনগণের ছবি ভিডিও ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই গ্রুপে ভাইরাল করে সেই ব্যক্তিকে নানাভাবে হয়রানি করে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। এই বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে। এই সমস্ত পোস্ট থেকেই তা পরিষ্কার বোঝা যায়। শুধু তাই নয় এদের সাথে এই যে কমেন্টকারী এরকম বেশ কিছু পুলিশের ইনফর্মার জড়িত রয়েছে। এদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করা না যায় তাহলে ভবিষ্যতে এরা আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একটু সময় নিয়ে নিচের স্ক্রীনশট গুলো পড়ে দেখলেই সবই বুঝতে পারবেন আপনারা।
Contain owner@newsforum24
nforum24@gmail.com